হোম > অর্থনীতি

ডলারের বিনিময় হার ‘নমনীয়’ রাখার উপরই জোর দিল আইএমএফ

বাংলাদেশের আর্থিক হিসাবের ঘাটতি মেটাতে আগামীতে মুদ্রানীতি সংস্কারে ক্ষেত্রে ডলারসহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় বা বাজারভিত্তিক রাখার উপর আবারও জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ মঙ্গলবার সকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এ পরামর্শ দেন।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ৪৭০ কোটি মার্কিন ডলার। একই সময়ে আর্থিক হিসাবে ৮৩০ ডলার ঘাটতি আছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে চার গুণ বেশি।

কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকার জন্য দায়ী আর্থিক হিসাবে অবনতি। একই কারণে বাংলাদেশের স্থানীয় মুদ্রা টাকাও চাপের মধ্যে রয়েছে। মুদ্রা বিনিময় হার নমনীয় করার পদক্ষেপ নিলে বাংলাদেশ আর্থিক হিসাব ভালো হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল পাবে।

বিশ্ব অর্থনীতিতে কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বের মতো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতিও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতি থেকে অর্থনীতির টেকসই পুনরুদ্ধারের জন্য রাজস্বনীতির সংস্কারের পাশাপাশি মুদ্রা বিনিময় হারকেও নমনীয় করা উচিত।

আর্থিক হিসাবে ঘাটতি পূরণে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ আইএমএফ। গত বছরের ৩০ জানুয়ারি থেকে দু্ই কিস্তির অর্থ ছাড়ও করছে। তৃতীয় কিস্তির অর্থ পাওয়ার কথা আগামী মাসে।

এই ঋণের শর্তপূরণের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা জানিয়ে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত দীর্ঘমেয়াদি কাঠামোগত সমস্যা মোকাবিলা করার চেষ্টায় আছে বাংলাদেশ। দেশটি সক্রিয়ভাবে এ বিষয়ে আইএমএফের কাছে সহযোগিতা চেয়েছে এবং আইএমএফ সেই সহায়তা করছেও। আর তাই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এখন কিছুটা ভালো করছে বাংলাদেশ।

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কিছুটা কমে ৫ দশমিক ৭ শতাংশে নামতে পারে। আগের অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জন্য আইএমএফ বাংলাদেশের জন্য ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে আইএমএফ, যা ছয় মাস আগের চেয়ে দশমিক ৩ শতাংশ বেশি।

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি