হোম > অর্থনীতি

আগস্টে কমেছে প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে। গত মাসে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। জুলাই মাসের তুলনায় যা প্রায় ৩৭ কোটি ডলার কম। জুলাই মাসেও আগের মাসের তুলনায় প্রবাসী আয় কম এসেছে দেশে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) এর পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০০ কোটি টাকা। এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। আর জুন মাসে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। জুন মাসে থেকে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে ৫৯ কোটি ৯৬ লাখ ডলার। 

এ ছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ডলার। আর ২০২০-২০২১ অর্থবছরে আসে ২ হাজার ৪৭৭ কোটি ডলার। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ২০২০ সালের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল। এ সময় করোনার কারণে বিভিন্ন দেশের যোগাযোগ প্রায় বন্ধ ছিল। প্রবাসীদের একটা বড় অংশ ঘোষণা দিয়ে দেশে ডলার পাঠিয়েছিলেন তখন। এ সময় বৈধ চ্যানেলে ডলার আসার রেকর্ড সৃষ্টি হয়েছিল। আর লকডাউনের সময় দোকানপাট বন্ধ থাকায় হুন্ডি ব্যবসা থমকে গিয়েছিল। যার প্রভাবে ২০২১ সালের আগস্ট মাসে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কিন্তু করোনার  পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে লকডাউন শিথিল করায় প্রবাসীরা বিদেশ যাত্রা বেড়ে যায়। হুন্ডিও মাথাচাড়া দেয়। যার প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স সংগ্রহও কমে যায়। হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংক অভিযান পরিচালনা করলেও তেমন ইতিবাচক ফল দিচ্ছে না।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ