হোম > অর্থনীতি

বিজিএমইএ নির্বাচন: রপ্তানি ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় সম্মিলিত পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইফতার মাহফিলে বক্তব্য দেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী নির্বাচনে বিজয়ী হলে এই শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। তাদের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ রোববার (৯ মার্চ) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম। তিনি বলেন, ‘আমাদের পরিষদের ব্যবসায়ীরা নিজেদের ক্ষেত্রে স্বনামধন্য। আমরা কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি করি না; বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করি। নির্বাচিত হলে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় তৈরি করব।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করলে আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। এতে আরও ৩৯ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।

মাহফিলে বক্তব্য দেন পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুতুবুদ্দীনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সম্মিলিত পরিষদের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।

গতকাল শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের