হোম > অর্থনীতি

আর্থিক খাতের উন্নয়নে সমন্বিত হয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনা কমিশনে আর্থিক খাতের তিন সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ছবি: আজকের পত্রিকা

আর্থিক খাতের তিন সংস্থার প্রধানকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির প্রধান ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ রোববার পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় দেশের পুঁজিবাজার, বিমা খাত, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও অর্থনীতির উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নে বিমা কোম্পানিগুলোর অবদান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর (ফাইন্যান্সিয়াল রিপোর্টিং) স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিত করতে নিরীক্ষকের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ করে সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিএসইসি, আইডিআরএ ও এফআরসির মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল