হোম > অর্থনীতি

আর্থিক খাতের উন্নয়নে সমন্বিত হয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনা কমিশনে আর্থিক খাতের তিন সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ছবি: আজকের পত্রিকা

আর্থিক খাতের তিন সংস্থার প্রধানকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির প্রধান ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ রোববার পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় দেশের পুঁজিবাজার, বিমা খাত, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও অর্থনীতির উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নে বিমা কোম্পানিগুলোর অবদান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর (ফাইন্যান্সিয়াল রিপোর্টিং) স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিত করতে নিরীক্ষকের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ করে সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিএসইসি, আইডিআরএ ও এফআরসির মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ