হোম > অর্থনীতি

আর্থিক খাতের উন্নয়নে সমন্বিত হয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনা কমিশনে আর্থিক খাতের তিন সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ছবি: আজকের পত্রিকা

আর্থিক খাতের তিন সংস্থার প্রধানকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির প্রধান ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ রোববার পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় দেশের পুঁজিবাজার, বিমা খাত, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও অর্থনীতির উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নে বিমা কোম্পানিগুলোর অবদান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর (ফাইন্যান্সিয়াল রিপোর্টিং) স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিত করতে নিরীক্ষকের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ করে সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিএসইসি, আইডিআরএ ও এফআরসির মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প