হোম > অর্থনীতি

আর্থিক খাতের উন্নয়নে সমন্বিত হয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনা কমিশনে আর্থিক খাতের তিন সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ছবি: আজকের পত্রিকা

আর্থিক খাতের তিন সংস্থার প্রধানকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির প্রধান ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ রোববার পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় দেশের পুঁজিবাজার, বিমা খাত, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও অর্থনীতির উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নে বিমা কোম্পানিগুলোর অবদান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর (ফাইন্যান্সিয়াল রিপোর্টিং) স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিত করতে নিরীক্ষকের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ করে সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিএসইসি, আইডিআরএ ও এফআরসির মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস