হোম > অর্থনীতি

আর্থিক খাতের উন্নয়নে সমন্বিত হয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনা কমিশনে আর্থিক খাতের তিন সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ছবি: আজকের পত্রিকা

আর্থিক খাতের তিন সংস্থার প্রধানকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির প্রধান ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ রোববার পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় দেশের পুঁজিবাজার, বিমা খাত, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও অর্থনীতির উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নে বিমা কোম্পানিগুলোর অবদান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর (ফাইন্যান্সিয়াল রিপোর্টিং) স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিত করতে নিরীক্ষকের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ করে সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিএসইসি, আইডিআরএ ও এফআরসির মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বিমা খাত ও অর্থনীতির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

ডিসেম্বরেই ভ্যাট নিবন্ধন ১ লাখ ৩১ হাজার

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি