হোম > অর্থনীতি

বাংলাদেশে আগ্রহ বাড়ছে চীনা বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও ইলেকট্রনিকস খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চীনের সাংহাই ও গুয়াংজৌ শহরে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ও বিনিয়োগ প্রচার কার্যক্রমে এই আগ্রহ প্রকাশ পেয়েছে।

বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দুই সংস্থার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ২১ জুলাই সাংহাইয়ে আয়োজিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন এক শরও বেশি চীনা বিনিয়োগকারী। বিডা ও চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি চীনের দুই শহরে ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। আলোচনায় উঠে আসে, বাংলাদেশে নতুন বিনিয়োগ ও বিদ্যমান প্রকল্প সম্প্রসারণের ব্যাপারে তাঁদের উৎসাহ ও আগ্রহ।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণ ও উৎসাহ আমাদের আশাবাদী করেছে। বৈঠকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত সংস্কার, মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সরলীকরণ তুলে ধরেছি। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’

সফরের মাধ্যমে চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগের ফলে অঞ্চলটিতে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস