হোম > অর্থনীতি

আবহাওয়ার কারণে দুই দিন ধরে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জাহাজ থেকে গ্যাস সরবরাহ গতকাল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও ঢাকা এবং তার আশপাশের জেলায় গ্যাস সরবরাহ কমে গেছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (সংযোগ) তারিকুল ইসলাম খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এতে চট্টগ্রাম এলাকায়, গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকাসহ আশেপাশের জেলার গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি সরবরাহ শুরু হবে।

জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, দেশে ৩ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে দুটি এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ৬০ থেকে ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আর ১৮০ কোটি ঘনফুট গ্যাস দেশের খনি থেকে সরবরাহ করা হচ্ছিল। এতে তীব্র গ্যাস সসংকটে পড়ে সারা দেশ। চাহিদা থেকে প্রায় ৮০ কোটি ঘনফুট কম সরবরাহ থাকায় তীব্র গ্যাস সংকটে পড়ে দেশের কল কারখানা। খোদ রাজধানীর অনেক বাসাবাড়িতে গ্যাসের চুলাঢ চাপ না থাকায় রান্নার কাজ ব্যহত হয়। এর মধ্যে ৭০ কোটি ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত