হোম > অর্থনীতি

বাণিজ্য মেলায় রপ্তানির আদেশ মিলল ২২৪ কোটি টাকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

পর্দা নেমেছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এর। ১ থেকে ৩১ জানুয়ারি এবারের বাণিজ্য মেলায় দেশীয় বাজারে ৩৯৩ কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে। একই সময়ে বিদেশিদের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ কোটি টাকা) পণ্য রপ্তানির আদেশ এসেছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে সেরা প্যাভিলিয়ন, স্টল ও উদ্ভাবনী উদ্যোগের জন্য স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। নির্মাণ কাঠামো, স্থাপত্য সৌন্দর্য ও অঙ্গসজ্জা–অভ্যন্তরীণ সাজসজ্জা, পণ্য প্রদর্শন এবং ক্রেতা ও দর্শক সেবার মান ও ক্রেতার সন্তুষ্টি, বরাদ্দপত্রের শর্তাবলি প্রতিপালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পরিপালন, ডিজিটাল কনটেন্ট ও রপ্তানিকারক–পণ্য উৎপাদনকারী হিসেবে অবদান এবং ইনোভেশন ইত্যাদি নির্ণায়ক বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় অংশগ্রহণকারী ৩২৯টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে আনুমানিক ১৭ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ কোটি ২৬ লাখ টাকা) সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। এসব আদেশ এসেছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে।

রপ্তানি আদেশ পাওয়া খাতগুলোর মধ্যে রয়েছে বহুমুখী পাটপণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স, হাইজিন পণ্য, কসমেটিকস, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, হোম টেক্সটাইল ও নকশিকাঁথা।

স্থানীয় বাজারে বিক্রি বেড়েছে

মেলার আয়োজকেরা জানান, মাসব্যাপী আয়োজনে স্থানীয়ভাবে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য ও সেবা বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ বেশি। রেস্তোরাঁ ও খাদ্য স্টলগুলোর বিক্রিও ছিল উল্লেখযোগ্য। মেলায় অংশ নেওয়া অনেক উদ্যোক্তা জানান, ক্রেতার উপস্থিতি ও বিক্রি দুটোই সন্তোষজনক ছিল। বিশেষ করে পোশাক, ফার্নিচার, ইলেকট্রনিকস ও গৃহসজ্জা পণ্যের চাহিদা বেশি ছিল।

মেলায় দেশীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের অন্তর্ভুক্ত অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, কসমেটিকস, গৃহসজ্জা, খেলনা, স্টেশনারিজ, হোম ডেকর, ক্রোকারিজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, মেলামাইন, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, রিয়েল এস্টেট শিল্পের পণ্য ও সেবাসহ ফাস্ট ফুড ও নানাবিধ সেবাসামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয়েছে।

নতুন পণ্যের প্রদর্শনী

এবারের মেলায় বেশ কয়েকটি নতুন ও উদ্ভাবনী পণ্য দর্শনার্থীদের নজর কেড়েছে। কারা অধিদপ্তরের বাঁশের তৈরি পণ্যসহ ৪০০ ধরনের পণ্য প্রদর্শন করেছে, জয়িতা ফাউন্ডেশনের জুট, অরগানিক হেয়ার ওয়েল ও খাদ্যপণ্য, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ভেজিটেবল ডাইংয়ের পোশাক, তাঁত বোর্ডের ঢাকাই মসলিন ও মসলিন স্কার্ফ, জেডিপিসির পাটের ট্যাপেস্ট্রি, অ্যাপেক্সের দীর্ঘস্থায়ী রেডি-টু-ইট খাবার এবং টি বোর্ডের রোজেলা ও ব্লু টি বিশেষভাবে আলোচনায় ছিল।

রপ্তানি বাড়াতে সেমিনার ও বিশেষ আয়োজন

মেলায় রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণের লক্ষ্যে আটটি সেমিনার আয়োজন করা হয়। এতে সরকারি সংস্থা, বাণিজ্য সংগঠন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো অংশ নেয়। এ ছাড়া দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যা, শিশুপার্ক, সিনিয়র সিটিজেন কর্নার, মা ও শিশুসেবা কেন্দ্র এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন ছিল।

ডিজিটাল ব্যবস্থাপনা ও নিরাপত্তা

এবার প্রথমবারের মতো অনলাইনে স্টল বরাদ্দ ও টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়। যাতায়াত সুবিধায় বিআরটিসি বাস ও পাঠাও সার্ভিস যুক্ত করা হয়। মেলায় সিসিটিভি নজরদারি, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা জোরদার ছিল। আয়োজকদের মতে, বিক্রি ও রপ্তানি আদেশের পরিমাণ বিবেচনায় এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের ব্যবসা ও রপ্তানি খাতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।

জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

বিশ্বের মধ্যে গ্রিন ফ্যাক্টরি হিসেবে রেকর্ড গড়ল বাংলাদেশের ‘হ্যামস গার্মেন্টস’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইউনুছ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ও আখতারুজ্জামান

পর্যটন খাতে অবদানে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা

ভারতের আকাশচুম্বী প্রবৃদ্ধি, বেকারত্ব ও বিনিয়োগের কী হাল

চার বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলার—কারণ কী

সোনার দামে বড় পতন, ভরিতে কমল সাড়ে ১৪ হাজার টাকা

সৌদিপ্রবাসী কর্মীদের জন্য বিমানভাড়া কমিয়ে ২০ হাজার টাকা করল বিমান

রাজধানীর বাজারদর: রমজান মাস আসার আগেই গরুর মাংসের বাজার চড়ছে

তিন ব্যাংকের টাকা মেরে কানাডায় মঈন উদ্দিন