হোম > অর্থনীতি

তেলের ওপর নির্ভরতা হ্রাসে রেকর্ড গড়ল সৌদি আরব, জিডিপির অর্ধেকই এল অন্যান্য খাত থেকে

তেলের ওপর নির্ভরতা কাটিয়ে উঠছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সৌদি আরব। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তেল ছাড়া অন্যান্য খাতের অবদানে রেকর্ড গড়েছে দেশটি। ২০২৩ সালের প্রথমবারের মতো সৌদি আরবের জিডিপির ৫০ শতাংশ এসেছে তেল বহির্ভূত খাত থেকে। তেলের আয়ের ওপর নির্ভরতা কমানোর সৌদি প্রচেষ্টা বিবেচনায় দেশটির জন্য বড় অর্জন এটি। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তেল বহির্ভূত খাতে বিনিয়োগ, ভোগ ও রপ্তানি বাড়তে থাকায় এসব খাত থেকে ১ লাখ ৭০ হাজার কোটি রিয়াল পেয়েছে সৌদি অর্থনীতি, যা দেশটির প্রকৃত জিডিপির ৫০ শতাংশ। পরিসংখ্যান দপ্তরের জারি করা তথ্য বিশ্লেষণ করে অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

গত দুই বছরে প্রকৃত বেসরকারি বিনিয়োগে অভূতপূর্ব কর্মকাণ্ডের কারণে তেল বহির্ভূত জিডিপি এই মাইলফলক স্পর্শ করেছে। এই সময়ে প্রকৃত বেসরকারি বিনিয়োগ বেড়েছে ৫৭ শতাংশ, যার ফলে ২০২৩ সালে মোট প্রকৃত বেসরকারি বিনিয়োগ ৯৫ হাজার ৯০০ কোটি রিয়ালে উন্নীত করেছে।

কোন খাতে বিনিয়োগে আসছে প্রবৃদ্ধি
২০২১-২২ অর্থবছরে শিল্প ও বিনোদন খাতে প্রবৃদ্ধি হয় ১০৬ শতাংশ। খাদ্য ও বাসস্থানের মতো খাতগুলোতে ৭৭ শতাংশ এবং পরিবহন ও যোগাযোগ খাতে প্রবৃদ্ধি হয় ২৯ শতাংশ।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে তেলবহির্ভূত খাতের প্রবৃদ্ধি ছিল অনেকটাই ব্যতিক্রমী। সামাজিক পরিষেবা, যেমন—স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদনে ১০.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। পরিবহন ও যোগাযোগে ৭.৩ শতাংশ এবং বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৭ শতাংশ।

বিশেষ করে পর্যটন খাতে ঐতিহাসিক প্রবৃদ্ধি হয়েছে। গত দুই বছরে পর্যটকদের ব্যয় থেকে আসা পরিষেবাভিত্তিক রাজস্বে ৩১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সৌদি আরবকে বিশ্ববাসীর পর্যটন ও বিনোদন গন্তব্য হিসেবে রূপান্তর করার এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা যে সফল হয়েছে, তা এই প্রবৃদ্ধির পরিসংখ্যানই বলে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর প্রতিফলন আছে এই প্রবৃদ্ধির চিত্রে। টেকসই ও শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবদান রাখা নতুন নতুন খাত চালুর মাধ্যমে সমৃদ্ধ অর্থনীতি অর্জন করাই এর লক্ষ্য। পাশাপাশি সংশ্লিষ্ট বড় প্রকল্পগুলো বাস্তবায়নে সৌদি আরবের সাফল্যকে প্রতিফলিত করে এই প্রবৃদ্ধি।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা