হোম > অর্থনীতি

সর্বজনীন পেনশন: এক সপ্তাহে কিস্তি দিয়েছেন আট হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম এক সপ্তাহে পেনশনের কিস্তি জমা দিয়েছেন আট হাজারের বেশি মানুষ। পেনশন তহবিলে চাঁদা জমা পড়েছে প্রায় চার কোটি টাকা। দিনে গড়ে এক হাজারের বেশি মানুষ যুক্ত হচ্ছে সরকারের এ সুরক্ষা কর্মসূচিতে। 

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম চার দিনেই নিবন্ধিত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। গত তিন দিনে তা আরও বেড়েছে। দিনে গড়ে ১০ হাজার মানুষ নিবন্ধন করছেন। 

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার পর্যন্ত প্রথম এক সপ্তাহে ৮ হাজার ৪১ জন মানুষ চাঁদা জমা দিয়ে পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। তাঁদের জমা হওয়া চাঁদার পরিমাণ ৩ কোটি ৯০ লাখ। অনেকেই আবেদন করেছেন। কিন্তু চাঁদা জমা দিয়ে পেনশন স্কিমের সদস্য হননি। তাই কত জন আবেদন করেছেন, সেটা আমরা হিসাবে রাখছি না।’ 

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। প্রতিটি মানুষ চাইলে পেনশনের আওতায় আসতে পারবেন। এত দিন যা শুধু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং হাতে গোনা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভোগ করতেন। 

পেনশনের আওতায় আসতে মানুষকে নির্দিষ্ট নিয়ম মেনে নানা তথ্য দিয়ে নিবন্ধন ও আবেদন করতে হবে। যে কেউ অনলাইন এ কাজ দিনের যেকোনো সময় করতে পারবেন। কেউ অনলাইনে পেনশন স্কিমের জন্য নিবন্ধন করতে ব্যর্থ হলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়েও তা করা যাবে। 

সরকার চারটি পেনশন স্কিম চালু করছে। এর মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘প্রগতি’ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য, আর ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য রাখা হয়েছে। 

স্কিম ভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা, সর্বোচ্চ চাঁদা ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে পরিশোধ করা হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পেতে পারেন। 

একজন পেনশনভোগী ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হতো, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস