হোম > অর্থনীতি

রেমিট্যান্সে রেকর্ড

প্রথমবারের মতো ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্স আহরণে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের দুই দিন বাকি থাকতেই রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পরিমাণ ৩০ বিলিয়ন বা ৩ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর আগে কোনো অর্থবছরে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে আসেনি। ২০২৩-২৪ অর্থবছরে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দেশের ইতিহাসে একক মাস হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড গড়েছে চলতি বছরের মার্চ মাস। মার্চে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২৯ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৪ কোটি (২.৫৪ বিলিয়ন) মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এর মাধ্যমে টানা ১১ মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থবছরের শুধু জুলাই মাসে ২০০ কোটি ডলারের কম রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, তার আগে ২০২২-২৩ অর্থবছরে এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন, ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন, ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন এবং ২০১৯-২০ অর্থবছরে ছিল ১৮ দশমিক ২১ বিলিয়ন ডলার।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নানামুখী পদক্ষেপের কারণে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। এছাড়া ডলারের দাম বাড়ায় কমেছে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত