হোম > অর্থনীতি

বাসের আমদানি শুল্ক কমায় বারভিডার সন্তোষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গণপরিবহন হিসেবে ব্যবহৃত ১৬ থেকে ৪০ আসনের বাসের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। তবে সংগঠনটি গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার এবং জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ির শুল্ককাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে।

গতকাল মঙ্গলবার পাঠানো বাজেট-পরবর্তী এক বিবৃতিতে বারভিডা জানায়, অর্থনীতি পুনরুদ্ধার, স্থানীয় শিল্প সুরক্ষা এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় বাজেটের প্রস্তাবিত সহায়তাগুলো সময়োপযোগী।

এর আগের দিন সোমবার বারভিডার কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াবিষয়ক বৈঠক করে বারবিডা। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক। উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম (সম্রাট), ফরিদ আহামেদ, সৈয়দ জগলুল হোসেনসহ অন্যান্য নেতা।

বারবিডার পক্ষ থেকে বলা হয়, দেশীয় শিল্প সুরক্ষায় কর ছাড়সহ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। কৃষি খাতে প্রণোদনার পাশাপাশি কৃষিযন্ত্র আমদানিতে অগ্রিম কর এবং উৎপাদনে ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব সাধুবাদ পাওয়ার যোগ্য। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভার ৭০ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা প্রশংসনীয় উদ্যোগ।

তবে প্রস্তাবিত বাজেটের সঠিক বাস্তবায়নে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মাথায় রেখে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের মাধ্যমে আর্থসামাজিক ব্যবস্থাপনায় সৃজনশীল পদক্ষেপ গ্রহণ বিশেষ জরুরি বলে বারভিডা জানিয়েছে। পাশাপাশি বাজেট পরিকল্পনা বাস্তবায়নে দক্ষতা এবং যথাযথ মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

বারভিডা নেতারা উল্লেখ করেন, উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশনের এই তাৎপর্যপূর্ণ সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এবং দেশে নতুন গাড়ির শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে গাড়ির বাজার সম্প্রসারণ প্রয়োজন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মতে, গাড়ির অভ্যন্তরীণ বাজার ১ লাখ ইউনিট হলেই দেশে নতুন গাড়ির শিল্প প্রতিষ্ঠা যুক্তিযুক্ত হবে। মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতার মধ্যে এলে বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বহুগুণে বৃদ্ধি পাবে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত