হোম > অর্থনীতি

বাংলাদেশ ১.৩ বিলিয়ন ডলার ঋণ কবে পাবে, কাল জানাবে আইএমএফ

বাসস  

বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির পরবর্তী দুটি কিস্তির ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে আইএমএফ আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি এ বিষয়ে আগামীকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল সংবাদ সম্মেলন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ঋণের কিস্তি সম্পর্কে আপডেট জানাবেন বলে আশা করা হচ্ছে।

মোট ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের মধ্যে, বাংলাদেশ এখন পর্যন্ত এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস