হোম > অর্থনীতি

বাংলাদেশ ১.৩ বিলিয়ন ডলার ঋণ কবে পাবে, কাল জানাবে আইএমএফ

বাসস  

বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির পরবর্তী দুটি কিস্তির ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে আইএমএফ আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি এ বিষয়ে আগামীকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল সংবাদ সম্মেলন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ঋণের কিস্তি সম্পর্কে আপডেট জানাবেন বলে আশা করা হচ্ছে।

মোট ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের মধ্যে, বাংলাদেশ এখন পর্যন্ত এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই