হোম > অর্থনীতি

৬৭ হাজার টন কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানির অনুমোদন (আইপি) দিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে টমেটো আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। 

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম খান পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

কৃষি মন্ত্রণালয় জানায়, আজ সকাল থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ এবং ৬৮টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ৩০০ টাকায়। যা এক মাস আগে ছিল ৮০-১৬০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১২৫ শতাংশ। 

এদিকে লাফিয়ে বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুযোগ করে দিয়েছে সরকার। ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। অনেক বাজারেই ভালো মানের এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম কম হলেও সেটি সব বাজারে মিলছে না।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের