টানা চার দিন পরিবহন ধর্মঘটের পর আজ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল রাতে পণ্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর আজ সকাল থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।
গতকাল সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশ কাভার্ড–ভ্যান, ট্রাক, প্রাইমুভার অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠক হয়। বৈঠকে আলোচনার পর ধর্মঘট স্থগিত করা হয়।
চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বন্দর থেকে পণ্য ডেলিভারিসহ সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ কাভার্ড–ভ্যান, ট্রাক, প্রাইমুভার অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনার পর আমরা আমাদের ধর্মঘট স্থগিত করেছি।
বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে সকল প্রকার আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ডিপোগুলোতে কন্টেইনার আসছে ও পণ্য জাহাজিকরণ হচ্ছে।