হোম > অর্থনীতি

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ ও ১ লাখ টন চিনি আনতে চায় সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনি আনতে চায় সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। আজ শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভারত থেকে যে পচনশীল পণ্য আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’ 

বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার, বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাছান মাহমুদ ভারতের মন্ত্রীকে অনুরোধ করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন। 

রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একজন স্ট্রং লেডি’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান সকল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন। 

অজিত দোভালের সফর উচ্চ পর্যায়ের সফরের অংশ: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উক্ত সফর।’ 

দোভাল গত ৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ও ভারত সীমান্ত ও রাখাইনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। দোভাল পরদিন ৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। হাছান মাহমুদ গত ৭ ফেব্রুয়ারি অজিত দোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন।

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা শতভাগ অনলাইনে

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

এখন থেকে ডলারেও ফ্লাইটের ভাড়া নির্ধারণ হবে