হোম > অর্থনীতি

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। ভোজ্যতেল ও চিনি-সংক্রান্ত একটি বৈঠক আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম শফিকুজ্জামানের নেতৃত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শফিকুজ্জামান এ তথ্য জানান। 

অতিরিক্ত সচিব বলেন, ‘আগামী মঙ্গলবার অভিন্ন মূল্য পদ্ধতিবিষয়ক কারিগরি কমিটির সদস্যরা চিনি ও ভোজ্যতেলের বড় পরিশোধনকারীগুলোর কারখানা পরিদর্শন করবেন। সেখানে উৎপাদন খরচ, আমদানি মূল্য, প্যাকেজিং ও অন্যান্য খরচসহ সব পর্যালোচনা করা হবে। এসব বিষয়ে পর্যালোচনা করার পর দাম কম বা বেশি সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ 

অতিরিক্ত সচিব শফিকুজ্জামান জানান, ৩ জানুয়ারি রিফাইনারিগুলো চিঠি দিয়ে জানায় যে, ৮ জানুয়ারি থেকে তারা প্রতি লিটারে ৮ টাকা করে দাম বাড়াবে। তবে প্রতিষ্ঠান পরিদর্শন না করা পর্যন্ত আপাতত দাম বাড়ছে না।  

আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশে ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ২১ টাকা বাড়ানো হয়েছে। এরপর আরও ৮ টাকা বাড়ানোর জন্য মিলমালিকেরা মন্ত্রণালয়কে চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মিলমালিক অন্যদের নিয়ে বৈঠক করেন।

আরও পড়ুন:

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা