দেশে জিনিসপত্রের দাম বাড়লেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য তিনি রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন। অর্থনীতি ভালো নেই যারা বলছেন তাঁরা অর্থনীতি বোঝেন না বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এখন তা ৯ শতাংশের মতো। এ দুরবস্থার মধ্যেও সরকারের যথাযথ আর্থিক ব্যবস্থাপনার কারণে মূল্যস্ফীতি কম আছে। জিনিসপত্রের দাম বেড়েছে, এটা ঠিক। এটা রাশিয়া–ইউক্রেনের কারণে, যে যুদ্ধ শুরু হয়েছে, তা কবে শেষ হবে, কেউ জানে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘এই অনিশ্চয়তার মধ্যে কত দিন অর্থনীতি হিসাবমতো চালাবেন? তারপরও অর্থনীতি অনেক ভালো চলছে। সবাই বলে বাংলাদেশ সবার থেকে ভালো করছে। যারা বলছেন, দেশের অর্থনীতি ভালো নেই, তাঁরা অর্থনীতিই বোঝেন না।’