সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমতি চেয়েছিল চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তারা আইডিবি সম্মেলনের পাশাপাশি চলতি মৌসুমে ওমরাহ পালনের সুযোগ চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক ডলার সাশ্রয়ের লক্ষ্যে তাদের আবেদন মঞ্জুর করেনি।
ওই সম্মেলনে বাংলাদেশের কোনো ব্যাংকের এমডিদের অংশগ্রহণ বাধ্যতামূলক না থাকায় তাদের ব্যাংকের খরচে সৌদি যেতে বারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তাদের নিজস্ব খরচে ওমরাহর উদ্দেশে সৌদি আরব যেতে আবেদন করলে তা আপত্তি জানাবে না বাংলাদেশ ব্যাংক এমনি কেন্দ্রীয় ব্যাংকে একটি সূত্র নিশ্চিত করেছে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আলী রেজা ইফতেখার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ আবেদন করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মাসরুর আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আবেদন করেছিলাম। তবে অন্যদের বিষয়ে কিছু বলা সম্ভব না।’