হোম > অর্থনীতি

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ৫৬০০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ৫ হাজার ৬০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (জাইকা)। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ সংক্রান্ত একটি ঋণচুক্তি সই হয়েছে। 

নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ হিরোশি ইয়োশিদা। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন। 

জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ হিরোশি ইয়োশিদা বলেন, ‘বাংলাদেশের বিমান চলাচল খাতে সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। এ প্রকল্পে কেবল ক্রমবর্ধমান চাহিদাই পূরণ করবে না, বরং বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক কানেকটিভিটির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবে। এ উদ্যোগ আমাদের দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় করবে।’ 

প্রকল্পের আওতায় নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং (টার্মিনাল–৩), নতুন কার্গো কমপ্লেক্স ও বহুস্তর বিশিষ্ট গাড়ি পার্কিং নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া এ ঋণের অধীনে অন্যান্য ট্রান্সপোর্ট মোডের সঙ্গে যোগাযোগ, পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার মতো আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণ করা হবে। 

এ ঋণচুক্তিতে সিভিল ওয়ার্কসের জন্য বাৎসরিক ১ দশমিক ৩০ শতাংশ সুদহার ও পরামর্শ সেবার জন্য শূন্য দশমিক ২০ শতাংশ সুদহারের মতো সহজ শর্ত যুক্ত করা হয়েছে। ঋণ পরিশোধের সময়কাল ৩০ বছর। ঋণের গ্রেস পিরিয়ড ১০ বছর।

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি