হোম > অর্থনীতি

এমটিবি ক্যাপিটালের নতুন সিইও সুমিত পোদ্দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুমিত পোদ্দার। ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুমিত পোদ্দার আজকের পত্রিকাকে বলেন, এমটিবি ক্যাপিটাল লিমিটেডের শীর্ষপদে যোগ দিতে পেরে ভালো লাগছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখার চেষ্টা করে যাব।

আর্থিক খাতে ১৪ বছরের গৌরোবজ্জ্বল ক্যারিয়ার সুমিত পোদ্দারের। তিনি বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের এমডি অ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে নেতৃত্ব দিয়েছেন। সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যানন্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন সুমিত পোদ্দার।

সুমিত পোদ্দার অভিজ্ঞ আর্থিক পেশাদার ব্যক্তিত্ব। তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, কোম্পানি একত্রীকরণ ও অধিগ্রহণ, আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ, ঋণ এবং ইক্যুইটি অর্থায়ন, লেনদেন পুনর্গঠনসহ বিভিন্ন আর্থিক লেনদেনে গ্রাহকদের পরামর্শমূলক পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ।

সুমিত পোদ্দারের অভিজ্ঞতার বিস্তৃত পরিসরে রয়েছে প্রযুক্তি, টেলিকম, ব্যাংক এবং এনবিএফআই, বিদ্যুৎ, শিল্প, রিয়েল এস্টেট, উৎপাদন এবং ভোগ্যপণ্যসহ বিভিন্ন গ্রাহকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। করপোরেট জগতের দক্ষতা ও জ্ঞান দিয়ে তিনি গ্রাহকদের আর্থিক সিদ্ধান্ত ও লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছেন এক যুগের বেশি সময় ধরে।

অরাজক এলপিজির বাজার

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

ডিসেম্বরে অর্থনীতিতে গতি কিছুটা বেড়েছে

ইউনিলিভার-নেসলেসহ ১০ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে অর্থ উপদেষ্টা

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

এলপিজি সংকটে রিফিল হচ্ছে না ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার, দাবি ব্যবসায়ীদের

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু, সরাসরি টাকা যাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল