হোম > অর্থনীতি > করপোরেট

বসন্তের রঙে নিজেকে রাঙাতে চলছে বায়োজিন বসন্তবিলাস অফার

বিজ্ঞপ্তি

বায়োজিন নিয়ে এসেছে ‘বসন্তবিলাস’ অফার। ছবি: বিজ্ঞপ্তি

দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততা এবং বাইরের দূষণে ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন স্মার্ট স্কিন কেয়ার রুটিন ও পার্সোনালাইজড স্কিন কেয়ার সেবা। ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী অথেনটিক ডার্মো কসমেটিকস আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমে ব্যস্ততা সত্ত্বেও সঠিকভাবে ত্বকের যত্ন নিশ্চিত করা যায়। পার্সোনালাইজড ও বিশ্বমানের স্কিন কেয়ার সেবা নিশ্চিত করতে এই বসন্তে বায়োজিন নিয়ে এসেছে ‘বসন্তবিলাস’ অফার।

মাসব্যাপী দেশজুড়ে বায়োজিনের ১৭টি শাখায় চলবে এই বিশেষ অফার। অফারে থাকছে আকর্ষণীয় ছাড় ও এক্সক্লুসিভ ট্রিটমেন্ট ডিল।

বিশেষ অফারে পাওয়া যাচ্ছে: ত্বক ও চুলের যেকোনো সমস্যার সমাধানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া অথেনটিক ডার্মো কসমেটিকসে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

আর ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং একদম ফ্রি। উজ্জ্বল ত্বকের জন্য বায়ো হাইড্রা ফেসিয়াল ৯৯৯ টাকায় আর অবাঞ্ছিত লোম দূর করার পার্মানেন্ট সলিউশন বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে ৯৯৯ টাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পার্সোনালাইজড স্কিন কেয়ার ট্রিটমেন্ট একজন ব্যবহারকারীর স্কিনের ধরন এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকর ট্রিটমেন্ট দেয় বলে এটি ব্যবহারকারীর জন্য নিরাপদ।

কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে জানা যায়, বায়োজিনে আছে বিশ্বস্ত ও কার্যকর স্কিন কেয়ার প্রোডাক্টস। ফলে যে কেউ তাদের পণ্য নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আধুনিক জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক স্কিন কেয়ার। এ জন্য ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার না করলে স্কিনের অনেক ক্ষতি হতে পারে।

একই সঙ্গে শিশুর ত্বকযত্নে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে রয়েছে বিশ্বখ্যাত ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টস। এ ছাড়া ত্বক ও চুলের যত্নে বিউটি সাপ্লিমেন্টের পাশাপাশি আধুনিক জীবনযাপনের জন্য রয়েছে স্মার্ট লাইফস্টাইল প্রোডাক্টস।

কর্তৃপক্ষ আরও জানায়, বসন্তবিলাস অফারটি বায়োজিনের ১৭টি শাখায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করা যাবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ