হোম > অর্থনীতি

তুলা আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুলা আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন ও কৃত্রিম আঁশের সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, এই দুটি সিদ্ধান্ত দেশের স্পিনিং শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

বিটিএমএর নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও গ্যাসের চড়া দাম, ডলারের সংকট, ব্যাংক সুদের হার ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, রপ্তানিতে প্রণোদনা হ্রাস, জ্বালানি ঘাটতি এবং টাকার অবমূল্যায়নের মতো বহু সমস্যায় ইতিমধ্যে শিল্প খাত পর্যুদস্ত। এই পরিস্থিতিতে তুলা আমদানিতে অগ্রিম কর ও সুতায় বাড়তি কর আরোপ শিল্পের জন্য ‘চূড়ান্ত আঘাত’ হয়ে এসেছে।

বিটিএমএ জানায়, ইতিমধ্যে বিটিএমএ থেকে এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে চিঠি দিয়ে তাদের দাবিগুলো জানানো হয়েছে। একই সঙ্গে ৫ জুলাই তারা একটি সংবাদ সম্মেলন করেও বিষয়গুলো তুলে ধরবে। সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও গত ২৪ জুন কোনো পূর্বাভাস ছাড়াই এসআরও জারি করে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম কর আরোপ করা হয়েছে। একইভাবে অর্থ অধ্যাদেশ ২০২৫-২৬-এ সুনির্দিষ্ট কর কেজিপ্রতি ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে, যা শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ২ শতাংশ কর নামমাত্র মনে হলেও বাস্তবে এটি কারখানাগুলোর ওপর মাসে ২৫-৩০ কোটি টাকার বাড়তি চাপ তৈরি করছে। বছর শেষে এ বোঝা ২০ শতাংশের বেশি দাঁড়ায়। তিনি আরও বলেন, সরকার ব্যবসা করবে না, বরং ব্যবসায়ীদের উৎসাহিত করবে, এটাই হওয়া উচিত। অথচ এখন নীতি সহায়তার বদলে বাধার পাহাড় দেওয়া হচ্ছে। ভারত ইতিমধ্যে ডাম্পিং মূল্যে সুতা সরবরাহ করছে। এ অবস্থায় দেশীয় সুতা উৎপাদন খরচ বাড়লে স্থানীয় শিল্প প্রতিযোগিতা হারাবে। বিক্রি কমবে, উৎপাদন কমবে, আর শেষ পর্যন্ত মিল বন্ধ হবে—এটাই বাস্তব চিত্র।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত