স্বয়ংক্রিয়ভাবে জ্বালানির দাম সমন্বয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। তবে তা নির্বাচনের আগে হচ্ছে না। আর জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার চেষ্টা করছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি গতকাল বিদ্যুৎ ভবনে ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ বাংলাদেশ ফেজ-২’ শীৰ্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিয়েন্স ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে জ্বালানির দামে প্রভাব পড়ে। তার পরও আমরা চেষ্টা করছি পণ্যটির দাম সহনীয় পর্যায়ে রাখতে। আমার মনে হয় না ভবিষ্যতে কোনো সমস্যা হবে।’
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনের কাজ চলছে। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে এর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।