হোম > অর্থনীতি

প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বাড়ছে চীনের অর্থনীতি 

আবাসন খাতের গভীর সংকটের মধ্যেও চীনের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে জোরালো অগ্রগতি হয়েছে। এর ফলে ঋণের ভারে নুয়ে পড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। 

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে। 

গত মাসেই ‘প্রায় ৫ শতাংশ’ হারে জিডিপি প্রবৃদ্ধির উচ্চাভিলাষী বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেইজিং। তবে প্রথম প্রান্তিকের হিসাবে প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৬ শতাংশে নামতে পারে বলে আশঙ্কা ছিল। বাস্তবে সেটাকে ছাপিয়ে গেছে প্রবৃদ্ধি। 

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য তুলে ধরে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রান্তিকে ভোক্তা আস্থার মূল পরিমাপক খুচরা বিক্রিতে প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ১ শতাংশে নেমেছে। 

মুডি’স অ্যানালিটিকসের হ্যারি মারফি ক্রুজ বিবিসিকে বলেন, ‘সব সময় প্রবৃদ্ধি তৈরি করা যায় না। চীনকে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে খানা পর্যায়েও ভূমিকা পালন করতে হবে।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, চীনের অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ২০ শতাংশ। অথচ আবাসন খাত এখন গভীর সংকটে রয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে চীনের আবাসন খাতে বিনিয়োগ ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। 

চীনে নতুন বাড়ির দাম আট বছরেরও বেশি সময়ের মধ্যে গত মার্চে প্রথম দ্রুততম গতিতে কমেছে। গত জানুয়ারিতে হংকংয়ের আদালত আবাসন প্রতিষ্ঠান এভারগ্রান্ডেকে অবলুপ্তির আদেশ দেওয়ার পর আবাসন শিল্পের সংকট সামনে আসে। প্রতিদ্বন্দ্বী ডেভেলপার প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেন এবং শিমাওয়ের বিরুদ্ধেও আদালতে গিয়েছে ঋণদাতারা। 

চীনের আর্থিক ঝুঁকির কথা তুলে ধরে গত সপ্তাহেই দেশটির ঋণমাণে অবনতির পূর্বাভাস দিয়েছিল ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ। গত মার্চেই চীনের নেতাদের বার্ষিক সম্মেলনে ২০২৩ সালে দেশটিতে ৫ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির তথ্য দেওয়া হয়।

কয়েক দশক ধরে দুর্দান্ত গতিতে প্রসারিত হয়েছে চীনের অর্থনীতি। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটির জিডিপি বছরে গড়ে প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে।

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%