হোম > অর্থনীতি

ডিএসই ও সিএসইর স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগ করেন। বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এজিএম সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সবগুলোই বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন বলেই জানি।’ 

তথ্যমতে, গত বুধবার ডিএসইর পাঁচজন স্বতন্ত্র পরিচালক মেইল ও হার্ড কপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারের মনোনীত পরিচালক হিসেবে আসা একজন ব্রিগেডিয়ার জেনারেলের বদলি হয়ে গেছে। ফলে তিনিও পরিচালক পদে নেই। এর আগে ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করেছেন। 

অন্যদিকে, গত দুই দিনে বিভিন্ন মাধ্যমে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীমসহ ৭ স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। 

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র সকল পরিচালককে পদত্যাগের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি মৌখিক নির্দেশনায় এসব পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাঁদের অপসারণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যেহেতু স্বতন্ত্র পরিচালকেরা সমাজের সম্মানিত ব্যক্তি, সেহেতু বিএসইসি তাঁদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়ার জন্য ওই নির্দেশনা দেয়।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু