হোম > অর্থনীতি

রিহ্যাব ফেয়ার শুরু সোমবার, থাকবে ২২০ স্টল

আজকের পত্রিকা ডেস্ক­

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২৪’ আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় থাকছে ২২০টি স্টল, যেখানে অংশগ্রহণ করবে ৭টি গোল্ড স্পনসর, ১৮টি কো-স্পনসর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ১০টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

রিহ্যাব প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে ড্যাপ (২০২২-২০৩৫)-এর ত্রুটিপূর্ণ নীতিমালার সমালোচনা করেন। তিনি বলেন, ‘উচ্চ নিবন্ধন ব্যয়, সুদের হার বৃদ্ধি এবং বৈষম্যমূলক ড্যাপের কারণে আবাসন খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এ কারণে কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং ফ্ল্যাট তৈরির কাজ তলানিতে এসে ঠেকেছে।’ দ্রুত ড্যাপ সংশোধন করে ২০০৮ সালের বিধিমালা কার্যকর করার আহ্বান জানান তিনি।

মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। উদ্বোধনী অনুষ্ঠানটি ২৩ ডিসেম্বর বেলা ৩টার দিকে বিআইসিসির হল অব ফেমে অনুষ্ঠিত হবে।

রিহ্যাব ২০০১ সাল থেকে ঢাকায় হাউজিং ফেয়ার আয়োজন করছে। এটি ঢাকায় ২৬ তম এবং চট্টগ্রামে ১৫টি সফল ফেয়ারের ধারাবাহিকতা। বিদেশে আয়োজন করা হাউসিং ফেয়ার থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের গৃহায়ণ শিল্প এবং অর্থনীতির বিকাশে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ