হোম > অর্থনীতি

বিআইএর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা

আজকের পত্রিকা ডেস্ক­

বিমামালিক ও মুখ্য নির্বাহীদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। এ ছাড়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। তাঁরা ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

আজ রোববার বিকেলে কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচিত হন তাঁরা। প্রেসিডেন্ট পদে সাঈদ আহমেদ পেয়েছেন ১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।

সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।

অন্যদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।

নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বিমা থেকে নির্বাচিত হন, তাহলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লাইফ বিমা খাত থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বিমা থেকে।

এর আগে, গত শনিবার বিআইএর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বিমা খাতে ১০ জন নির্বাহী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস