হোম > অর্থনীতি

বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজিএমইএ কমপ্লেক্সে নতুন পরিচালনা পর্ষদ আজ দায়িত্ব নেয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দায়িত্ব নিয়েছেন।

আজ সোমবার (১৬ জুন) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত বোর্ডের সভাপতি মাহমুদ হাসান খানের কাছে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ এর দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রশাসক মো. আনোয়ার হোসেন। দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। সভায় বিজিএমইএর সাবেক সভাপতিবৃন্দ—খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহাসহ বিজিএমইএর শীর্ষস্থানীয় নেতারা এবং বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন—প্রথম সহসভাপতি সেলিম রহমান; সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান (বাবলু); সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, (অর্থ) মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকেরা হলেন—শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস উদ দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ বি এম সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল ও সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকেরা হলেন—এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এস এম আবু তৈয়ব ও পরিচালক রাকিবুল আলম চৌধুরী।

সভা শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিকেএমইএর পক্ষ থেকে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমইএদের পক্ষ থেকে আরএল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত