হোম > অর্থনীতি

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক পেল কনকর্ড

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের জন্য রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-১ম স্থান অর্জন করেছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। গত ২৩ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’-এর ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল পুরস্কার গ্রহণ করেন। 

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। 

দেশে নির্মাণ শিল্পে বিস্ময় সৃষ্টিকারী প্রতিষ্ঠান ‘কনকর্ড গ্রুপ’। এ গ্রুপের যাত্রা শুরু ১৯৭৩ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে। 

শিল্পের উৎকর্ষ সাধনে সব সময় আধুনিক এই শিল্প পরিবারের কর্মযজ্ঞের কথা এখন সবারই জানা। বাংলাদেশের সর্বপ্রথম কনকর্ড এন্টারটেইনমেন্ট এর থিম পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, যা গড়ে তোলা হয়েছে ঢাকার অদূরে সাভারের আশুলিয়াতে। এ দেশের উন্নয়নের ধারাবাহিকতায় সুস্থ বিনোদনের জোগান দিতে একটি অ্যামিউজমেন্ট পার্ক ছিল সময়ের দাবি। 

২০০২ সালে মধ্যম আয়ের বাংলাদেশে বিনোদন খাতে এত বড় বিনিয়োগ করেন কনকর্ড গ্রুপের চেয়ারম্যান জনাব এস এম কামালউদ্দিন। তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন স্বপ্নরাজ্য ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ থিম পার্ক। এখানে যেমন রয়েছে থ্রিলিং সব রাইডস, সঙ্গে আছে বিশাল ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সঙ্গে তাল মিলিয়ে আছে এক্সট্রিম রেসিং গো-কার্ট আর আর্কেড গেমস সমারোহ। 

আবার বাংলার ঐতিহ্য ধরে রেখে দেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর ছোট আকৃতির নিদর্শন বানানো হয়েছে হেরিটেজ পার্ক-এ। পরবর্তীতে বিনোদন শিল্পের প্রসারে কনকর্ড এন্টারটেইনমেন্ট চট্টগ্রামেও গড়ে তোলে ফয়’স লেক কনকর্ড। চট্টগ্রাম শহরের কোলাহলের ভেতরেই মনোরম প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্যে সমৃদ্ধ ফয়’স লেক কনকর্ড-এর অবস্থান। এই পার্ক কমপ্লেক্স-এ রয়েছে ফয়’স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড কনকর্ড আর ফয়’স লেক রিসোর্ট। 

নির্মাণ শিল্পে নেতৃত্ব দানকারী শিল্প পরিবার কনকর্ড গ্রুপের প্রতিশ্রুতিশীল ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার কামাল রিয়েল এস্টেট সেক্টর, বিনোদন শিল্প এবং কনকর্ড গ্রুপের ক্রমবিকাশের যাত্রাকে এগিয়ে নিয়ে চলেছেন।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস