বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমছে। আবার দেশের কোম্পানিগুলো বিনিয়োগ বাড়াচ্ছে ভারতসহ বিদেশে। ২০২৩ সালে দেশীয় কোম্পানিগুলো বিদেশে মোট যে বিনিয়োগ করেছে, তার ৭০ শতাংশেরও বেশি ভারতে।
বাংলাদেশি কোম্পানিগুলোর বহির্মুখী বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট—এফডিআই) বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহির্মুখী এফডিআই বাড়লেও দেশের অভ্যন্তরীণ এফডিআই কমেছে। ২০২৩ সালে মোট এফডিআই প্রবাহ ছিল ৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ২০২২ সালের তুলনায় ৮৫৭ দশমিক ৫৩ মিলিয়ন ডলার বা ১৭ দশমিক ৮ শতাংশ কম।
খাতভিত্তিক বিনিয়োগ বিবেচনায় বিদেশে বাংলাদেশি কোম্পানিগুলোর বেশির ভাগ বিনিয়োগ গেছে আর্থিক মধ্যস্থতাকারী এবং খনি ও খননসংক্রান্ত বাণিজ্যে।
তবে যুক্তরাজ্যে নিট বহির্মুখী এফডিআই প্রবাহ কমেছে ৪ দশমিক ৩৫ মিলিয়ন ডলার, আর হংকংয়ে কমেছে ৫ দশমিক ৭৮ মিলিয়ন ডলার।
এর বাইরে অন্যান্য দেশে বাংলাদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ মোট বিনিয়োগে ২১ দশমিক ৮৫ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে নিট এফডিআইয়ের বহিঃপ্রবাহ ছিল ২৯ দশমিক ৮৮ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪৩ দশমিক ২ শতাংশ কম। ২০২৩ সালে নিট এফডিআই ইক্যুইটি ক্যাপিটালের বহিঃপ্রবাহ ছিল ১০ দশমিক ৬৬ মিলিয়ন ডলার; এটিও আগের বছরের তুলনায় ১ দশমিক শূন্য ৮ মিলিয়ন ডলার কমেছে।
২০২৩ সাল শেষে বাংলাদেশে মোট এফডিআই ২০ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ২০২২ সাল থেকে ৫ দশমিক ১ শতাংশ কম।