হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বাবার জ্বর, ১৩ বছরের শিশুর ঘাড়ে সংসারের জোয়াল

প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)

ভাই আসেন কোথায় যাবেন ওঠেন বন্দর লোক প্রতি ১০ টাকা ভাড়া। ঠিক এমনিভাবে হাঁকডাক দিয়ে অটো চার্জার চালিত ভ্যান গাড়ির যাত্রী ভ্যানে তুলছেন শিশু শিক্ষার্থী আতিউল্লাহ। যাত্রী তোলার এমন হাঁকডাক গতকাল সোমবার বিকেলে চোখে পড়ে এ প্রতিবেদকের।

চিত্রটি ঠাকুরগাঁও রানীশংকৈল পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়ক এলাকায়। সে ভ্যান থেকে একজন যাত্রী নামিয়ে সেখানে ভাড়া নেওয়ার ফাঁকে ফাঁকে যাত্রীর খোঁজ করছিলেন। আতিউর রহমান উপজেলার হোসেনগাঁও ইউপির পদমপুর গ্রামের সাদেকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৩। 

গতকাল সোমবার বিকেলে আতিউর রহমানের কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। সে জানায় তার বাবা তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী আছেন। পরিবারে তারা তিন ভাই ও এক বোন মা বাবাসহ মোট ৬ পরিবারের সদস্য তাদের। এর মধ্যে বোনটি সবার বড়। তাঁকে বিয়ে দেওয়া হয়েছে। পরিবারের মধ্যে ভাইদের সবার বড় আতিউর রহমান। তার বাকি দুই ছোট ভাইয়ের এক ভাই প্রাথমিকের ছাত্র আর অন্য ছোট ভাইটি খুব ছোট। বসত বাড়ির সামান্য জায়গা ছাড়া আর তেমন কোনো  আবাদি জমি নেই। আয় উপার্জন করার মতো  শুধু তার বাবাই।

তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এবং সংসারে চাল ডালের অভাব অনটন দেখায় সে বাধ্য হয়ে ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়েছেন। 

আতিউর আরও জানান, লকডাউন শহরে লোকজন কম সারা দিন ভ্যান চালিয়ে এ যাবৎ তিন শত টাকা আয় করেছি। এখান থেকে চাল ডাল নিতে হবে। আরও কিছু সময় সড়কে থাকব যাত্রী না পেলে খরচাপাতি করে বাড়ি চলে যাব। আতিউর জানায়, সংসারের অভাব ছোট ভাইয়েরা না খেয়ে থাকবে বাবা মাও না খেয়ে থাকবে এটা সে সহ্য করতে পারেনি তাই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে সে। 

উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনের উপদেষ্টা এম এ এস রবিউল ইসলাম সবুজ বলেন, এই শিশুটি আমাদের সমাজের জন্য উদাহরণ। পরিবারকে সহযোগিতার জন্য এই বয়সেই সে ভ্যান চালাচ্ছে। এটি আমাদের সমাজের জন্য অনুকরণীয়। আমাদের সকলের উচিত শিশুটির পরিবারের পাশে দাঁড়ানো। আমি সকল বৃত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাব এমন শিশুদের এবং তাদের পরিবারকে সহযোগিতা করার।

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন