হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও ভুট্টাখেতে নারীর লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও ভুট্টাখেতে নারীর লাশ। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে রুমানা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুমানা বেগম ওই এলাকার অটোচালক দেলোয়ার হোসেনের স্ত্রী। তাঁর দুটি সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রুমানার স্বামী দেলোয়ার হোসেন মাদকাসক্ত ও জুয়াড়ি। নেশার টাকার জন্য তিনি প্রায়ই রুমানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। ঘটনার আগের রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘রুমানার স্বামীর সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। আজ সকালে জানতে পারি, রুমানার লাশ ভুট্টাখেতে পাওয়া গেছে। কী কারণে মারা গেছেন, তা বলতে পারছি না। তবে মনে হচ্ছে, তাঁকে কেউ হত্যা করেছে।’

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি বলেন, নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র