হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

জুয়ার আসরে টর্চের আলো, দৌড়ে পালাতে গিয়ে জুয়াড়ির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় জুয়ার আসরে টর্চের আলো দেখে পালানোর সময় পারভেজ চৌধুরী (৪৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত পারভেজ চৌধুরী ওই ইউনিয়নের কালীবাড়ী মহিষপুর গ্রামের মৃত তজু চৌধুরীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফেলানপুর গ্রামের একটি ফসলের মাঠে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। রাত ২টা ৩০ মিনিটে ওই জুয়ার আসরে টর্চ লাইটের আলো পড়লে পুলিশ ভেবে দিগ্বিদিক দৌড়ে পালায় ওই আসরে থাকা ব্যক্তিরা। 

দৌড়ে পালানোর সময় পারভেজ চৌধুরী নামের ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আজ দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে হালচাষ করতে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, নিহত পারভেজের হার্টে আগে থেকে রিং পরানো ছিল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রাতে ওই এলাকায় পুলিশ যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ আসছে ভেবে দৌড়ে পালাতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি