হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পূর্ব নারগুন তেঁতুলতলা এলাকায় মহাসড়কের পাশ থেকে এনামুল হক (৩৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত এনামুল হক দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে তেঁতুলতলা এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন যে মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয় গ্রাম পুলিশ ইব্রাহিম বলেন, `আমি এসে দেখি আনুমানিক ৩৬-৩৭ বছর বয়সী ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। মৃত ব্যক্তির মাথার খুলি ধারালো অস্ত্র দিয়ে তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। 
 
নারগুন ইউনিয়নের ইউপি সদস্য আব্বাস আলী বলেন, এই হত্যাকাণ্ড মধ্যযুগকে হার মানিয়েছে। সূর্য ওঠার অনেক পড়ে সেখানে পুলিশের সিআইডি হাজির হয়। 

ঠাকুরগাঁও সিআইডির এক কর্মকর্তা মইদুল ইসলাম বলেন, কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা এই মুহূর্তে  বলা সম্ভব নয়। তদন্ত করে পরে জানানো হবে। 

ঘটনাস্থল পরিদর্শন করে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, মরদেহটির অবস্থা দেখে মনে হচ্ছে নিহত ব্যক্তিকে কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে এবং মুখের ডান পাশে আঘাতের চিহ্ন। মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। 

পুলিশ সুপার আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন