হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

করোনায় ৭ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও‌য়ের হরিপু‌র উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মাত্র সাত ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দি‌কে দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের করোনা ডেডিকেটেড আইসিইউ ইউনিটে বাবা ও ছে‌লের এই মৃত‌্যুর ঘটনা ঘ‌টে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে‌ছেন হ‌রিপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান। তি‌নি জানান, গত বুধবার (৩০ জুন) ক‌রোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নি‌য়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আসেন হ‌রিপুর সদর ইউ‌নিয়‌নের আমবা‌ড়ী গ্রা‌মের স্কুলশিক্ষক মো. আসগর আলী (৫০) ও তাঁর বাবা ইয়াকুব আলী (৭৫)। প‌রে কর্তব্যরত চি‌কিৎসক তাঁদের করোনা এন্টি‌জেন টেস্ট দি‌লে দুজনেরই প‌জিটিভ আসে।

জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তড়িঘড়ি ক‌রে তাঁদের‌ ক‌রোনা ইউনিটে ভর্তি করা হয়।‌ ওই সময় তাঁদের শরী‌রে অক্সি‌জেন লে‌ভেলের মাত্রা ছিল মাত্র ৬০। ছয় ঘণ্টা অক্সিজেন ও চিকিৎসা দেওয়ার প‌র অবস্থার অবনতি হতে শুরু করে।

এর পরেই দ্রুত দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে তাদের স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় মারা যান ইয়াকুব আলী এবং এর সাত ঘণ্টা পর তাঁর ছে‌লে আসগর আলীও মৃত‌্যুবরণ ক‌রেন।

চি‌কিৎসা কর্মকর্তা আরও জানান, তাঁরা যখন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন, তখন তাঁদের শারীরিক অবস্থা অনেক খারাপ ছি‌ল। ক‌রোনার সাধারণত চারটি ধাপ র‌য়ে‌ছে। সবচে‌য়ে শেষ পর্যায়ের যে ধাপ‌টি র‌য়ে‌ছে, তা হ‌চ্ছে তীব্র উপসর্গ। এই তীব্র উপসর্গ নি‌য়ে যখন কেউ আসেন, তখন সাধারণত তাঁদের আইসিইউর প্রয়োজন পড়ে। প্রথম‌ দি‌কের মৃদু উপসর্গ নি‌য়ে তাঁরা পরীক্ষা ও চি‌কিৎসা নি‌লে হয়‌তো বেঁচে যে‌তেন। এর জন‌্য কিছুটা অস‌চেতনতা‌কে দায়ী কর‌ছেন এই চি‌কিৎসা কর্মকর্তা।

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি