হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিএসএফের বাধায় হলো না দুই বাংলার মিলনমেলা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠিন আপত্তির মুখে এবারও হলো না ভারত-বাংলাদেশের কাঙ্ক্ষিত মিলনমেলা। প্রতিবছর কালীপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড় ও কাশিপুর জগদল সীমান্তে হতো ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে মিলনমেলা। কালীপূজার প্রথা অনুযায়ী, আজ শুক্রবার ছিল মিলনমেলার ধার্যকৃত দিন। গত বছরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলনমেলাটি হয়নি।

কালীপূজার এই দিনের অপেক্ষায় থাকত দুই পারের (ভারত-বাংলাদেশ) আত্মীয়স্বজন। কিন্তু বিএসএফের কঠিন আপত্তির কারণে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তে যেন কেউ ঘেঁষতে না পারে, সে জন্য কঠোরভাবে প্রহরা দেওয়া হয়। এতে সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারেনি। 

আজ সরেজমিন দেখা যায়, উপজেলা লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল সীমান্তে যাওয়ার সব রাস্তার মোড়ে আনসার, পুলিশ ও বর্ডার গার্ড (বিজিবি) মিলে পাহারা দিচ্ছে। একইভাবে ধর্মগড় এলাকায় আনসার, পুলিশ ও বিজিবি পাহারা বসিয়েছে। প্রশাসনের এমন কড়াকড়ির কারণে কোনো মানুষই সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে পারেনি। 

দায়িত্বে থাকা পুলিশের একাধিক সদস্য জানান, ভারতের বিএসএফের আপত্তির কারণে এবারে সীমান্তে মিলনমেলা হচ্ছে না। তারপরও সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারে। এ ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে প্রবেশের রাস্তাগুলোতে সজাগ রয়েছে। তবে তাঁরা জানান, আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা না হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করায় সকাল থেকে সীমান্তের দিকে কাউকে যেতে দেখা যায়নি। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড়, কাশিপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে। ওই সব এলাকার অলিগলির সড়কে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তের কাছে যেতে দেওয়া হয়নি। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, সকাল থেকেই আনসার, পুলিশ ও বিজিবি দিয়ে সীমান্ত এলাকাগুলোতে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তে ভিড়তে দেওয়া হয়নি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে মানুষজন তাদের প্রত্যাশিত কালীপূজার আনুষ্ঠানিকতা সেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি