হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিএসএফের বাধায় হলো না দুই বাংলার মিলনমেলা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠিন আপত্তির মুখে এবারও হলো না ভারত-বাংলাদেশের কাঙ্ক্ষিত মিলনমেলা। প্রতিবছর কালীপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড় ও কাশিপুর জগদল সীমান্তে হতো ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে মিলনমেলা। কালীপূজার প্রথা অনুযায়ী, আজ শুক্রবার ছিল মিলনমেলার ধার্যকৃত দিন। গত বছরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলনমেলাটি হয়নি।

কালীপূজার এই দিনের অপেক্ষায় থাকত দুই পারের (ভারত-বাংলাদেশ) আত্মীয়স্বজন। কিন্তু বিএসএফের কঠিন আপত্তির কারণে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তে যেন কেউ ঘেঁষতে না পারে, সে জন্য কঠোরভাবে প্রহরা দেওয়া হয়। এতে সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারেনি। 

আজ সরেজমিন দেখা যায়, উপজেলা লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল সীমান্তে যাওয়ার সব রাস্তার মোড়ে আনসার, পুলিশ ও বর্ডার গার্ড (বিজিবি) মিলে পাহারা দিচ্ছে। একইভাবে ধর্মগড় এলাকায় আনসার, পুলিশ ও বিজিবি পাহারা বসিয়েছে। প্রশাসনের এমন কড়াকড়ির কারণে কোনো মানুষই সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে পারেনি। 

দায়িত্বে থাকা পুলিশের একাধিক সদস্য জানান, ভারতের বিএসএফের আপত্তির কারণে এবারে সীমান্তে মিলনমেলা হচ্ছে না। তারপরও সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারে। এ ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে প্রবেশের রাস্তাগুলোতে সজাগ রয়েছে। তবে তাঁরা জানান, আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা না হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করায় সকাল থেকে সীমান্তের দিকে কাউকে যেতে দেখা যায়নি। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড়, কাশিপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে। ওই সব এলাকার অলিগলির সড়কে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তের কাছে যেতে দেওয়া হয়নি। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, সকাল থেকেই আনসার, পুলিশ ও বিজিবি দিয়ে সীমান্ত এলাকাগুলোতে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তে ভিড়তে দেওয়া হয়নি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে মানুষজন তাদের প্রত্যাশিত কালীপূজার আনুষ্ঠানিকতা সেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল