হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ৭২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে কাল বুধবার ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো অতিরিক্ত নজরদারিতে থাকবে বলে আসনটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাবউদ্দিন আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন।

মাহাতাবউদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাত প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে।’ উৎসবমুখর ভোট উপহার দেওয়ার জন্য তিনি সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙল প্রতীকে, স্বতন্ত্র পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম প্রতীকে এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের মতামত ও শেষ পর্যন্ত প্রার্থীদের প্রচারণা বিবেচনায় জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় এবং ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

আসনটিতে ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র