হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিএনপি নেতা-কর্মীদের হিন্দুদের পূজামণ্ডপ পাহারা দিতে বললেন মির্জা ফখরুল

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে দুর্গাপূজা। সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিতে হবে। দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার গণ–আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছেন। এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে, শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশটা দুর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান–এমপি পর্যন্ত লুটপাট করেছেন। এখন আমরা স্বাধীন হয়েছি, অন্তর্বর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরি করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে, তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায়–অত্যাচার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতা-কর্মীকে শাপলা চত্বরে রাতের আঁধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এ দেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেড মূর্তজা চৌধুরী তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ