হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সাড়ে তিন বছরের সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে বাইরে গিয়েছিলেন মা। কিছুক্ষণ পর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নেভালে পুড়ে যাওয়া খাটের পাশ থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ শিশু প্রণয়ের লাশ।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। শিশু প্রণয় বাঁচার জন্য চেষ্টা করেছিল।

আজ সোমবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্রণয় মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের দ্বিতীয় সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিকেলে দিপু চন্দ্রের স্ত্রীর তাঁর সন্তান প্রণয়কে ঘরে ঘুম পাড়িয়ে রান্নার খড়ি জোগাতে বাইরে বের হন। এ সময় দিপু চন্দ্র রায়ও ঘরের বাইরে কাজে ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁদের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে শিশুটির মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, টিনের ছাউনির আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসলেও বিদ্যুতায়িত হওয়ার ভয়ে তারা প্রথমে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে শিশুর মা ঘটনাস্থলে আসলে তারা শিশুর বিষয়ে জানতে পেরে আগুন নেভাতে সবাই একযোগে কাজ করেন, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শিশুটি। পরে তারা পুড়ে যাওয়া বসতঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। পরিবারটিকে তাৎক্ষণিক শুকনা খাবার ও আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র