হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

পরীক্ষাকেন্দ্রে মেয়েকে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন। আজ রোববার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের লক্ষ্মীপুর দেবাডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই পরিবারের তিনজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন রোড কলেজ এলাকার মাসুদুর রহমান (৫০), তাঁর স্ত্রী হামিদা বেগম (৪০) ও মেয়ে মেহের নিগার (১৩)।

পুলিশ ও মাসুদের পরিবার জানায়, আজ সকাল ৯টার দিকে মেয়ে মেহেরকে স্থানীয় একটি মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন মাসুদ। পথে ঢাকাগামী হানিফ কোচের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসুদের স্ত্রী হামিদা মারা যান। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পর মাসুদ ও মেয়ে হামিদা মারা যান।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় মাসুদুরকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনায় তাঁদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। 

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা