হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নীলগাই হত্যা মামলায় ৯ আসামির বিরুদ্ধে সমন জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মন্ডলপাড়া এলাকায় নীলগাই হত্যায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অবশেষে আমলে নিয়েছেন আদালত। শুনানি শেষে বিচারক ৯ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

গত বছর ২১ নভেম্বর নয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। যাদের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে তারা হলেন, ওই গ্রামের সিরাজুল ইসলাম, মোবারক হোসেন, একরামুল, আব্দুল খালেক, সুমন হোসেন, মাসুম রেজা ও মো. একরামুল হক।

রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নীলগাই হত্যার বিষয়টি আদালতে উত্থাপন করা হয়। শুনানির পর আদালত অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করেছেন।’ 

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘বন্যপ্রাণী হত্যার অপরাধ না জেনে সচেতনতার অভাবে গ্রামবাসীরা নীলগাইটিকে মাংস খাওয়ার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১২ মে ধর্মগড় সীমান্ত দিয়ে নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিরল প্রজাতির এই প্রাণীটি মন্ডলপাড়া গ্রামে ছোটাছুটি করছিল। গ্রামবাসী সেটিকে দেখতে পেয়ে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তাঁরা নীলগাইটি জবাই করেন। ঘটনা তদন্ত শেষে রাণীশংকৈল থানায় জিডি করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন