হোম > সারা দেশ > রংপুর

বাল্যবিবাহ করার দায়ে ইউপি সদস্য বরখাস্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাল্যবিবাহ করার দায়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত একটি পত্র পাওয়া যায়। সেখানে উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তুলা রাম রায়কে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪ (৪) (ঘ) ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘পত্র পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর ইউপি সদস্য তুলা রাম উপজেলার রাতোর ইউনিয়নের গপিনাথপুর এলাকার সুঠিন চন্দ্র রায়ের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে বিয়ে করেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় সমালোচনা ঝড় বইতে থাকে। এটি তুলা রামের দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তাঁর দুই সন্তান রয়েছে।

ঘটনাটি জানা জানি হলে উপজেলা ও জেলা প্রশাসন বাল্যবিবাহ করার অপরাধে ইউপি সদস্য তুলা রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে পত্র দেন। সেই পত্রের পরাপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কারের বিষয়টি শুনেছি। অপরাধ করলে তো শাস্তি পেতে হবে।’

এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য তুলা রামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। স্কুলছাত্রীর বাবা সুঠিন চন্দ্র রায় বলেন, ‘আমার মেয়ে পছন্দ করে বিয়ে করেছে। এতে আমার কোনো অভিযোগ নেই।’

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র