হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ৬ পেঁয়াজ বিক্রেতার জেল-জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং দুজন ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে শহরের সব চেয়ে বড় গোবিন্দনগর আড়তে অভিযান চালানো হয়। এ সময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে আড়তের পাইকারি ব্যবসায়ী মো. নুর জামাল ও মো. মামুনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অন্যদিকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় শহরের কালীবাড়ি বাজারে ব্যবসায়ী মো. পারভেজ, মোশারুল ইসলাম, বাপ্পা ও আবদুল হামিদকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে। জনস্বার্থে এই অভিযান চলবে।’

এদিকে জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, আজ সকাল থেকে কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে প্রায় দ্বিগুণ দামে। খুচরায় গত রাতে ১২০-১৩০ টাকায়ও মিললেও সকাল গড়াতেই তা বেড়ে দাঁড়িয়েছে ২২০-২৩০ টাকা। আর ১০২-১০৩ টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাদের এখন গুনতে হচ্ছে ২০০ টাকা।

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু