হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ২৮টি জাল নোটসহ নারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গ্রেপ্তারকৃত শিখা বেগম। ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি ১০০ টাকার জাল নোটসহ শিখা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিখা বেগম উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, ছাওয়ালী বাজারের ‘পরিমল স্টোর’-এর মালিক সেতু বণিক বাদী হয়ে একটি মামলা করেন। তিনি অভিযোগে জানান, বিকালে শিখা বেগম তার দোকান থেকে এক প্যাকেট মশার কয়েল কেনার সময় ১০০ টাকার একটি নোট দেন। সেটি জাল সন্দেহ হলে তিনি বিষয়টি তার বাবা পরিমল বণিককে জানান।

পরে তারা শিখা বেগমকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ভাই শিবুনাথ ভূষণ সরকারের দোকানে যান। সেখানেই চেয়ারম্যান উপস্থিত হয়ে শিখাকে জাল টাকার বিষয়ে জিজ্ঞাসা করেন। সন্তোষজনক জবাব না দিলে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিখা বেগমকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন