হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে, প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত কলেজছাত্রের পরিচয় জানা যায়নি। মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে এক যুবক স্টেশনে আসেন। স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান, তিনি একজন কলেজছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠেছিলেন। বাসে তাঁকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাঁকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছেন। এ সময় স্টেশন মাস্টার তাঁকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন।

আজ শনিবার সকালে স্টেশন মাস্টার শুনতে পান, স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখেন, রাতে কথা বলা সেই কালেজছাত্রের মৃত্যু হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টার দিকে মির্জাপুর স্টেশন পার হয়েছে বলে স্টেশন মাস্টার জানান। তিনি বলেন, খবর দিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মির্জাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন