টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচ বছরের মেয়েকে বাইরে রেখে ঘরের ভেতরে আত্মহত্যা করেছেন অপি সিদ্দিকী। শনিবার সকাল ১০টার দিকে পৌর সদরের গাড়াইল গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। অপি সিদ্দিকী গাড়াইল গ্রামের মামুন সিদ্দিকীর স্ত্রী।
জানা গেছে, ছয় বছর আগে চাচাতো ভাই একই গ্রামের মামুন সিদ্দিকীর সঙ্গে অপি সিদ্দিকীর বিয়ে হয়। তাঁদের সংসারে মাইশা সিদ্দিকী নামে পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার সকালে অপি সিদ্দিকীর বাপের বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় অপি সিদ্দিকী স্বামীকে বাপের বাড়িতে রেখে মেয়েকে নিয়ে পাশেই স্বামীর বাড়িতে চলে আসেন। সেখানে মেয়েকে বাইরে রেখে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।