হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল-২: ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মা। গত বুধবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। 

ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দলের নেতা হিসেবে তাঁর সঙ্গে আরও থাকছেন ভারতের নির্বাচন কমিশনার ডিরেক্টর জেনারেল নারায়ণ বালা সুব্রামানিয়ান ও প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ উমর। 

আজ শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. শাহ আলম খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা যাবেন টাঙ্গাইল জেলায়। আর নারায়ণ বালা সুব্রামানিয়ান চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা এবং মোহাম্মদ উমর পরিদর্শন করবেন খুলনা ও যশোর নির্বাচনী এলাকা। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সফরকালে ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি আজ (৬ জানুয়ারি) টাঙ্গাইল পৌঁছান এবং ৭ জানুয়ারি নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকা ফিরবেন।’ 

এদিকে গত বৃহস্পতিবার টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. ইউনুস ইসলাম তালুকদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করেছেন। তাঁর পরিবর্তে গাজীপুর জেলার ইন্সপেক্টর ইমদাদুল ইসলাম তৈয়বকে গোপালপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন