হোম > সারা দেশ > টাঙ্গাইল

দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে: বিএনপি নেতা সাঈদ সোহরাব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’

বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু