হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া। গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন তিনি। 

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বহির্বিভাগে রোগীর আগমন ও ভর্তির সংখ্যা, করোনা টিকা প্রদানে উন্নত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন সচিব। একই সঙ্গে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। শয্যা বৃদ্ধিকরণের ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। 

এ ঘোষণার প্রেক্ষিতে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এটি ঘাটাইলবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, বর্তমানে কমপ্লেক্সটিতে ৫০টি শয্যা আছে। কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করা হলে উপজেলার সাধারণ মানুষ ভালো সেবা পাবেন। 

সচিবের সফরের সময় উপস্থিত ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডা. শাহাদৎ হোসেন মাহমুদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. বেলাল হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ। 

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল