হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ার ৫ দিনের রিমান্ডে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মো. ছানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে কলেজছাত্র ইমন হত্যা মামলায় টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনকে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছানোয়ারকে গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। এ সময় হাইওয়ে থানায় হামলা হয়। একপর্যায়ে গুলিতে জেলার গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হন। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তৎকালীন এমপি ছানোয়ার হোসেনসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাবেক এমপি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ মার্চ টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রুমি খাতুনের আদালতে ছানোয়ার হোসেনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল