হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ার ৫ দিনের রিমান্ডে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মো. ছানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে কলেজছাত্র ইমন হত্যা মামলায় টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনকে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছানোয়ারকে গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। এ সময় হাইওয়ে থানায় হামলা হয়। একপর্যায়ে গুলিতে জেলার গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হন। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তৎকালীন এমপি ছানোয়ার হোসেনসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাবেক এমপি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ মার্চ টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রুমি খাতুনের আদালতে ছানোয়ার হোসেনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন